থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্রও ১৫ মাসে উদ্ধার হয়নি: গউছ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
বক্তব্য রাখছেন জিকে গউছ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন থানায় লুট হয়েছে। আগ্নেয়াস্ত্র খোয়া গেছে। এছাড়া আওয়ামী লীগ নামে-বেনামে অনেককে আগ্নেয়াস্ত্র দিয়েছিল। প্রশাসন গত ১৫ মাসে আওয়ামী লীগ এবং এসব দুষ্ট লোকদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করতে পারেনি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জে পৌরসভা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ তারাই এসব আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভয় দেখাচ্ছে, অন্যদিকে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দান থেকে বিরত রাখতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
জিকে গউছ বলেন, পলাতক আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া লোকজন এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারাই আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। আমরা আগেই আশঙ্কা করেছিলাম, এ প্রশাসনে যারা আছেন তাদের অনেকেই ভোল পালটিয়েছেন।
তিনি বলেন, কারো দয়ায়, করুনায় নয়, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে। দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে এদেশের মানুষ বার বার গর্জে উঠেছে। আজ মানুষের একটিই দাবি আমরা ভোটের পরিবেশ সুন্দর দেখতে চাই। কোনো দুষ্কৃতকারী যেন বাইরে থাকতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
এতে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট আলী আজগর, এমজি মোহিত, ছাবির আহমদ চৌধুরী, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন প্রমুখ।
