‘ভোটার হতে তারেক রহমানের কোনো আইনি বাধা নেই’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার হতে কোনো আইনি বাধা নেই।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসি মাছউদ বলেন, ইচ্ছে করলে ইসি যেকোনো ব্যক্তিকে যেকোনো সময়ে ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।
এরই মধ্যে এই বছরের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন। ইতোমধ্যে দলীয় নেতাকর্মীরা তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে গণসংবর্ধনা দেওয়া হয়, যেখানে উপস্থিত লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে তিনি ভাষণ দেন।
এর আগে, ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দেশে ফিরে তারেক রহমান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন।

-694e556c30483.jpg)