Logo
Logo
×

বিএনপি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে দোয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিএনপির উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। 

এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশনায় নেতাকর্মীদের এই দোয়ার আহ্বান জানানো হয়।

ঢাকাসহ সারা দেশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানায় বিএনপি।

এছাড়া বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের তথ্য জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম