Logo
Logo
×

বিএনপি

মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ এএম

মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

ছবি: যুগান্তর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা

শাহীন দেলোয়ারের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন সালাহউদ্দিন। ​

প্রায় ১৪ বছর পর সালাহউদ্দিনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় তার সমর্থকদের মধ্যে। এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, পেকুয়া বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৯৫ জন। তার মধ্যে চকরিয়া উপজেলার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন। এতে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৩৫ জন ও নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৬১ জন। পেকুয়া উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এতে পুরুষ ভোটার ৭৯ হাজার ৩৭৫ জন এবং নারী ভোটার ৬৭ হাজার ২২৪ জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম