Logo
Logo
×

বিএনপি

ভাগাভাগির নির্বাচনের ফল ঘোষণা ৭ জানুয়ারি: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম

ভাগাভাগির নির্বাচনের ফল ঘোষণা ৭ জানুয়ারি: রিজভী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলে অভিহিত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবারের নির্বাচন আসলে ভাগাভাগির নির্বাচন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের-‘দু-এক দিনের মধ্যে তাদের ভাগাভাগি শেষ হয়ে যাবে’-এমন বক্তব্যেই এটা স্পষ্ট হয়েছে। 

মঙ্গলবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, বিভিন্ন দল থেকে যাদের ভাগিয়ে নিয়েছে এবং তথাকথিত জোটের যারা মনঃক্ষুণ্ন তাদের হালুয়া-রুটির কিছু অংশ দিয়ে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। এ ফলাফল ঘোষণা করবে ৭ জানুয়ারি। পাঠ করবে নির্বাচন কমিশন। সেটারই প্রস্তুতি প্রায় সম্পন্ন। আর এসবই বলার চেষ্টা করেছেন ওবায়দুল কাদের। 

রিজভী বলেন, এখানে জনসাধারণের ইচ্ছা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) ইচ্ছা। তিনি ক্ষমতা ধরে রাখতে চান-এটাই বড় কথা। এজন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওবায়দুল কাদের ও আওয়ামী সরকারের গং।   

তিনি আরও বলেন, দেশ-জাতি ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে প্রহসনের নির্বাচন করার জেদ অব্যাহত রেখেছে। কিন্তু সরকারের বিরুদ্ধে জনরোষ তীব্রতর হচ্ছে। অবৈধ সরকার মনে করছে-সবকিছু মিলিয়ে বৈতরণী পার হয়ে যাব। কিন্তু সরকার, নির্বাচন কমিশন ও দালালরা-কেউ কিন্তু ছাড় পাবে না। জনগণের আদালত গঠিত হচ্ছে। এ আদালতে তাদের প্রতিটি অপকর্মের জবাব দিতে হবে।

গার্মেন্টস শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে রিজভী বলেন, সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, দেশ কোথায় যাচ্ছে-এর কোনো খেয়াল রাখতে চায় না, রাখছে না। শেখ হাসিনা নির্বিকার। গার্মেন্টেস পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এলে তো মানুষ বেকার হয়ে যাবে। গার্মেন্টস শিল্পের ওপর আঘাত এলে কী পরিণতি হবে তিনি সেটা ভাবছেন না। কিন্তু তিনি (শেখ হাসিনা) অত্যন্ত সুপরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পকে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। উনি দেশ চান না, দেশের মানুষ ও দেশের অর্থনীতি মজবুত হোক তা চান না। এ কারণে তামাশার নির্বাচন করার জন্য মরিয়া। আর এটা করতে গিয়ে দেশকে কি পরিমাণ খেসারত দিতে হচ্ছে এবং হবে তার কোনো ঠিকানা নেই।

৪ মাসে ২২ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত ২২ হাজার ৪৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৯২৭টির বেশি মামলায় ৮২ হাজার ৪৩৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

একতরফা নির্বাচন নিশ্চিত করতে সরকার শীর্ষ নেতারাসহ দলীয় নেতাকর্মীদের বন্দি রাখা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ১৫ বছর ধরে সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দলের নেতাকর্মীদের নিরুদ্দেশ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। 

৩ বছর আগে মারা যাওয়া নেতাকেও সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা রিজভী বলেন, রাজধানীর রামপুরা, ধানমন্ডি, মুগদা ও সবুজবাগ থানার চারটি মিথ্যা ও বানোয়াট মামলায় মৃত ব্যক্তিসহ ৩২ নেতাকর্মীকে ফরমায়েশি রায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 

বিএনপি রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম