সাবেক প্রেস সচিব মারুফ কামালের পোস্ট
ড. ইউনূসের অনুরোধে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স দেন কাতার আমির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:৫৪ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি।
এদিকে অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার
অ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছেন। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন
খালেদ জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
শনিবার রাতে
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কৃতজ্ঞতা জানান সাবেক এই প্রেস সচিব।
পোস্টে মারুফ
কামাল লেখেন, ‘কাতারের সরকার, রাজপরিবার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের ইন্টেরিম
গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে, ইউনূস সরকারের অনুরোধে কাতারের
আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।’
তিনি আরও লেখেন,
‘চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য সম্পূর্ণ
বিনা পয়সায় অতি উন্নত প্রযুক্তি ও বহুবিধ সুবিধাসম্বলিত এই এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত
হওয়ায় আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।’
এর আগে শনিবার
রাতে বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় খালেদা জিয়ার আসার বিষয়টি
নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি।
তার আগে বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শনিবার সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন। তখন বলা হয়েছিল, খালেদা জিয়া সোমবার দেশে ফিরবেন।
তবে তার সংবাদ সম্মেলনের পর বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, সোমবার নয়, মঙ্গলবার ঢাকায়
পৌঁছাবেন খালেদা জিয়া।
গুলশানে বিএনপির
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, যে
বিমানে তিনি (খালেদা জিয়া) গেছেন, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের
ফ্লাইটেই তিনি ফিরে আসবেন।
