ভিসি-প্রক্টর পদত্যাগ না করলে ফয়সালা রাজপথে: ঢাবি ছাত্রদল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:২৭ পিএম
ঢাবি উপাচার্য কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল বলেছে, যদি ঢাবির বর্তমান প্রশাসন অনতিবিলম্বে পদত্যাগ না করে তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে এর ফয়সালা করে ছাড়বে। সোমবার দুপুরে ঢাবির প্রশাসনিক ভবনের সামনে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত, নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তারা।
অবস্থান কর্মসূচিতে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা। সাম্যর মতো একজন জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ এই ভিসি-প্রক্টর। আমরা আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে এসেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। যে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা তা না করতে পেরে আমাদের হতাশ করেছেন। আমরা ভিসি অফিসের সামনে থেকে শেষ বারের মতো আপনাদের পদত্যাগ দাবি করছি।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আজকে ছাত্রদলের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আমরা ১৩ দিন অনেক ধৈর্য ধরে ভিসি-প্রক্টরকে সহিষ্ণুতা দেখিয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা তো দূরের কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকার যোগ্যতা রাখেন না। আগামীতে আমরা যে কর্মসূচি দেব তা অধিকতর কঠোর হবে। তিনি ঢাবি উপাচার্য ও প্রক্টরকে উদ্দেশ করে বলেন, সাম্য হত্যাসহ বিগত নয় মাসে ক্যাম্পাসে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেই দায় মাথায় নিয়ে পদ থেকে সরে দাঁড়ান। নইলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল।
ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা: শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি। সোমবার সকালে উপাচার্য ভবনে এ প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে এই প্রতিবেদন তুলে দেন তদন্ত কমিটির আহবায়ক, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় অন্যদের মধ্যে প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর শারমীন কবির উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
