Logo
Logo
×

বিএনপি

‘বিএনপি চায় নির্বাচনি পরিবেশের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:১০ পিএম

‘বিএনপি চায় নির্বাচনি পরিবেশের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক’

নির্বাচন মানে একটি উৎসব মুখর পরিবেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘বিএনপি চায় উৎসব মুখর নির্বাচনি পরিবেশের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা রুপরেখার বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিপূর্ণ সংস্কার হবে। 

মঙ্গলবার বিকালে পল্লবীর কালশী মোড়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি কুর্মিটোলা শাখা (এসপিজিআরসি) ও উর্দুভাষী যুব ছাত্র আন্দোলন আয়োজন করে।

আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে গত ১৭ বছর যে স্বৈরাচার ছিল ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। বাংলাদেশি হিসেবে সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যেখানে সব স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারব।’

বর্বরোচিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘এ দেশের সাধারণ মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে, যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে-দ্রুত সময়ের মধ্যে তাদের প্রত্যককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, এসপিজিআরসি কুর্মিটোলা শাখার সভাপতি সাদাকাত হোসেন ফাক্কু, কুর্মিটোলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহেদ আলী বাবলু,  কুর্মিটোলা শাখার সহসভাপতি মঈনুদ্দিন হোসেন মুন্না প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম