Logo
Logo
×

বিএনপি

সংখ্যানুপাতিক ভোট নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম

সংখ্যানুপাতিক ভোট নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জায়ামাতে ইসলামীসহ দেশের ইসলামী গড়ানার প্রায় সবগুলো রাজনৈতিক দলের দাবি, পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভোট অনুষ্ঠানের।এক্ষেত্রে দেশের সবচেয়ে বড় দল বিএনপির দ্বিমত রয়েছে। এ নিয়ে সংস্কারের লক্ষে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান রয়েছে। এখনো এ বিষয়ে ঐকমত্য হয়নি।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই পিআর বা সংখ্যানুপাতিক ভোটের প্রসঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা এই ব্যবস্থা চাচ্ছে তাদের কাছে কি শুনেছেন তারা কেমন পিআর পদ্ধতি চায়? গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র বিভিন্নভাবে অনুশীলন হয়। আমেরিকায় যেভাবে হয় ইংল্যান্ডে সেইভাবে হয় না, ফ্রান্সে যেভাবে হয়, ভারতে তো সেইভাবে হয় না, শ্রীলংকায় যেভাবে হয় বাংলাদেশে তো সেইভাবে হয় না। একেক দেশে একেক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার। তেমনই পিআর হলো একটা কনসেপ্ট বা ধারণা। এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলছেন তারা কিভাবে পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এই সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি যে, এই রাষ্ট্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম