Logo
Logo
×

বিএনপি

চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের স্মরণসভা

যারা নির্বাচন চায় না তাদের ‘রাজনৈতিক দল’ বলা কঠিন: আমির খসরু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

যারা নির্বাচন চায় না তাদের ‘রাজনৈতিক দল’ বলা কঠিন: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অস্থিতিরতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, তাদের রাজনৈতিক দল হিসাবে বিবেচিত করা কঠিন।

তিনি বলেন, আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, তাহলে আপনি প্রেসার গ্রুপের কাজ করেন। আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক। এখন তারা বলছে, ইলেকশনরই দরকার নেই! এটা তো শেখ হাসিনার মতোই হয়ে গেল। শেখ হাসিনা তো অন্তত ‘আমি আর ডামি টামি’ করে হলেও মানুষকে বুঝানোর চেষ্টা করেছিল।

রোববার নগরীর মুরাদপুর এলজিইডি ভবন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু বলেন, এখন এরা বলছে ইলেকশনে যাওয়ারই দরকার নেই। মানে ইলেকশনের প্রক্রিয়াও হতে পারবে না। তাহলে এরা কি কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়? তাহলে আমাদের কী করতে হবে? সহনশীলতার মাধ্যমে, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হবে বিএনপির রাজনীতি।

আমির খসরু বলেন, ঢাকা শহরে ১০ জনে বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না। এখন অন্তর্র্বর্তী সরকার সংস্কার করছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির সংস্কার না হলে তার কোনো সুফল মিলবে না। কোনো কমিশন মানুষের মনের কথা বুঝবে না। সুতরাং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

ব্যারিস্টার হেলাল উদ্দিন বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি ছিলেন অবিচল যোদ্ধা। মুক্তিযুদ্ধেও তার সাহসী ভ‚মিকা অবিস্মরণীয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম