|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল অভিনয়ের পাশাপাশি বর্তমানে সঞ্চালনাও করছেন। তিনি টুইঙ্কেল খান্নার সঙ্গে যৌথভাবে সাক্ষাৎকারধর্মী একটি টকশো অনুষ্ঠানে সঞ্চালনায় আছেন। অভিনেত্রী শুধু রুপালি জগতেই নয়; ব্যবসায়িক দিক দিয়েও বুদ্ধিদীপ্ত। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে নিজের একটি বাড়ি ভাড়া দিয়ে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন কাজল। এ বাড়ি ভাড়া দিয়ে প্রতি মাসে ৬ লাখ ৯০ হাজার টাকা পান অভিনেত্রী।
গোরেগাঁওয়ের এই অফিস আয়তনে ১৮১৭ বর্গফুট। সঙ্গে রয়েছে একটি গাড়ি রাখার জায়গাও। চলতি নভেম্বর মাস থেকেই ৯ বছরের চুক্তিতে এ অফিস ভাড়া দিয়েছেন কাজল। কিন্তু তিন বছর পর ১৫ শতাংশ বেড়ে যাবে এই অফিসের দাম। অর্থাৎ তিন বছর পর মাসে ৭ লাখ ৯০ হাজার টাকা ভাড়া পাবেন অভিনেত্রী। আরও পরে মাসিক ভাড়া বেড়ে হবে ৯ লাখ ১২ হাজার টাকা। ২০৩৪ সালে এই অফিস ভাড়া দিয়ে বার্ষিক আয় করবেন ৮ কোটি ৬০ লাখ টাকা।
এই বড় অঙ্কই প্রমাণ করে, ব্যবসায়িক বুদ্ধিতেও পিছিয়ে নেই অজয়পত্নী। জানা গেছে, কাজল এ মুহূর্তে ২৪৯ কোটি টাকার সম্পদের মালিক। শুধু মুম্বাই নয়; লন্ডনেও রয়েছে তার বাড়ি।
উল্লেখ্য, কিছু দিন আগেই ‘ট্রায়াল’ সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে কাজলকে। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে সেই সিরিজ। এর আগে মুক্তি পায় কাজলের ভৌতিক সিনেমা ‘মা’। এ সিনেমাটি সেভাবে সাড়া না ফেললেও বর্তমানে তিনি ‘মহারাগিনী’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় কাজলের সঙ্গে দেখা যাবে প্রভু দেবা ও নাসিরুদ্দিন শাহকে। এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।

