স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শেষে এ ফল প্রকাশ করা হয়।
ডিজিটাল লটারির ভর্তির ফল gsa.teletalk.com-এ ওয়েবসাইট এবং যে কোনো টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।
টেলিটকে মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি হলো GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

