Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জবিতে ওসমান হাদীর স্মরণে দোয়া দোয়া মাহফিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

জবিতে ওসমান হাদীর স্মরণে দোয়া দোয়া মাহফিল

শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা এবং তার আত্মত্যাগের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা এবং তার আত্মত্যাগের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, শরীফ ওসমান বিন হাদীর সংগ্রাম ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছেন। হাদী ভাইয়ের সেই সংগ্রামকে ধারণ করে আমরা এগিয়ে যাবো। আমরা জবিতে ইনকিলাব কালচারাল সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি।

জবির মসজিদের ইমাম সালাউদ্দিন বলেন, আমরা এমন জানাজা না দেখলে বুঝতে পারতাম না, মানুষ ওসমান বিন হাদীকে কতটা ভালোবাসে। আমরা বিশ্বাস করি, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। তবুও আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি।   

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওসমান হাদীর ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা স্মরণে দোয়া মাহফিল শেষে আগত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাতাসা বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরে গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম