Logo
Logo
×

শিক্ষাঙ্গন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৫২ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদার টাকা না দেওয়ায় মুক্তিযোদ্ধার নার্সারিতে ছাত্রলীগের তালা’ শিরোনামে ১৬ এপ্রিল যুগান্তর অনলাইনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা।  

প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন দাবি করে তারা প্রতিবাদপত্রে বলেছেন, ওই নার্সারির প্রকৃত মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সাবেক প্রধান কর্মকর্তা নুরুল আমিন তিন বছরের জন্য নার্সারিটি লিজ নেন।  পরে তিনি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারকে পরিচালনার দায়িত্ব দেন।  

চুক্তি অনুযায়ী শাহ আলম এক বছর যাবত প্রশাসনের এক লাখ ৪০ হাজার টাকা পরিশোধে ব্যর্থ হন।  এজন্য তাকে সময় মতো টাকা পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু প্রকাশিত সংবাদে পাওনা টাকাকে চাঁদা দাবি বলে উল্লেখ করা হয়েছে।
 
এ ধরনের সংবাদ দেশে-বিদেশে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করেছে বলে প্রতিবাদপত্রে উল্লেখ করেন ছাত্রলীগের নেতারা। 

সংবাদ প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম