Logo
Logo
×

রাজধানী

ছেলের জামিনের কথা বলে নারীকে ‌ধর্ষণ, অতঃপর...

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

ছেলের জামিনের কথা বলে নারীকে ‌ধর্ষণ, অতঃপর...

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় কারাবন্দি ছেলেকে জামিনে বের করার কথা বলে ৪০ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। 

এর আগে, রোববার রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। পরে ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সাজ্জাদ কুমিল্লার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে।

এদিকে ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারী মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের একজন কর্মচারী। সাজ্জাদ সম্পর্কে তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদিকে ওই নারীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় অভিযুক্ত সাজ্জাদ তাকে জেল থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দেন। এজন্য পাঁচ লক্ষ টাকাও দাবি করেন এবং প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন। এরই এক পর্যায়ে মেয়ে ও পুত্রবধূ বাসায় না থাকার সুবাদে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুসলিম নগরের ভাড়া বাসায় এসে সাজ্জাদ এই নারীকে ধর্ষণ করেন।

তবে ধর্ষণের পর সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার সময় আলামত ঘরের এক কোণে ফেলে যান বলে জানান ওসি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম