সকাল থেকে টানা বৃষ্টিতে ঢাকার সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে টানা সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিরামহীন বৃষ্টি হয়েছে। ভোর থেকেই শুরু হওয়া এই বৃষ্টি ধীরে ধীরে প্রবল আকার ধারণ করলে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সকাল থেকেই দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী, সাধারণ পথচারী ও রিকশা–অটোরিকশা চালকেরা।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে রাজধানীর পুরান ঢাকা, আজিমপুর, নিউ মার্কেট, ধানমন্ডি, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুর রোড, মিরপুর ১ থেকে ২ নম্বর পর্যন্ত, মিরপুর ১০ ও ১১ নম্বর, কাজীপাড়া, কালশী এবং মতিঝিল এলাকার বহু সড়কে হাঁটুসমান পানি জমে গেছে। কোথাও কোথাও রাস্তার ওপর জমে থাকা পানি ঘণ্টার পর ঘণ্টা নেমে যেতে পারেনি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে।
এ অবস্থায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। ধীরগতির যান চলাচল ও বিকল অটোরিকশার কারণে অনেক স্থানে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। কিছু এলাকায় মোটরসাইকেল ও ছোট যানবাহন পানিতে আটকে পড়ায় ভোগান্তি বেড়েছে পথচারীদেরও।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
অন্যদিকে, বুধবার (৮ অক্টোবর) রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে এবং উত্তরাঞ্চলেও বিস্তার লাভ করেছে। ফলে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে অক্টোবর মাসের শুরু থেকেই অনিয়মিত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তারা জানান, আগামী দুই-এক দিন বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও রাজধানীর কিছু এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা থাকায় নাগরিক দুর্ভোগ অব্যাহত থাকতে পারে।


