সিলিং ফ্যানে ঝুলছিল যুবকের লাশ
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম
মো. নাজমুল (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগে ঝাউচর এলাকার একটি বাসায় মো. নাজমুল (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় তাদের ভাড়া বাসার কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল বরগুনা সদর থানার উববুনিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার জানায়, রাতের খাবার খাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে নাজমুলের সঙ্গে তার বাবার সামান্য ঝগড়াঝাঁটি হয়। এর কিছুক্ষণ পর সে কাউকে কিছু না বলে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে রাখে। পরিবারের সদস্যরা দীর্ঘসময় কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মারলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
অচেতন অবস্থায় নাজমুলকে বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল বাশার বলেন, রাতের খাবার খাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে নাজমুলের সঙ্গে একটু ঝগড়াঝাঁটি হয়েছিল। পরে সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় সাড়া না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে নাজমুল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

