শ্বশুরবাড়ির লোকজনের প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ এএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় শ্বশুর বাড়ির লোকজনের প্ররোচনায় পড়ে আফসানা আক্তার মিম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার রাতে গৃহবধূ মিমের বাবা মো. লিটন ডেমরা থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন। গত ২৮ নভেম্বর দুপুরে ডেমরার রাজাখালি এলাকায় গৃহবধূ মিমের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—গৃহবধূ মিমের স্বামী সোহান (২৮), শাশুড়ি জরিনা (৫০), শ্বশুর মতিন মিয়া (৬৫) ও ননদ ফারজানা আক্তার (২৬)।
জানা যায়, প্রায় দুই বছর আগে মিমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সোহানের । তারপর থেকে সাংসারিক নানা বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো মিমের। গত দুই মাস আগে হাসপাতলে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের মা হন মিম। এদিকে মিমের বাবার বাড়ি থেকে সিজারের খরচ বাবদ প্রায় ৩০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তরা। দাবিকৃত ওই টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূ মিমকে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
এদিকে গত ২৮ নভেম্বর দুপুরে এলাকাবাসী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে বাদি লিটন জানতে পারেন শ্বশুরবাড়িতে ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে।
এ ঘটনায় ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

