রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তুলসী দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার(১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সূত্রাপুরে উইজডম স্কুলের সামনের সড়কে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলসী দাস সূত্রাপুরের ৩৯ নম্বর জাস্টিজ চার্চ রোড এলাকার বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র দাসের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শুভদাস জানান, ‘গত রাত সন্ধ্যা ৭টার দিকে আমার বাবা পায়ে হেঁটে উইজডম স্কুলের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসকের বরাত দিয়ে তারা নিশ্চিত হয়েছেন যে, তুলসী দাস মারা গেছেন। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সূত্রাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

