তরুণদের সৃষ্টিশীল করার লক্ষ্যে স্পিডের ‘স্পিড রিলস্ চ্যালেঞ্জ-২’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড স্পিড তার ভোক্তাদের সৃষ্টিশীল দক্ষতা উদ্দীপিত করতে নিয়ে এসেছে ‘স্পিড রিলস্ চ্যালেঞ্জ-২’। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড স্পিড তার ভোক্তাদের সৃষ্টিশীল দক্ষতা উদ্দীপিত করতে নিয়ে এসেছে নতুন উদ্যোগ ‘স্পিড রিলস্ চ্যালেঞ্জ-২’। ফেসবুক ও ইনস্টাগ্রামে আয়োজনকৃত এই ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্পিডের জনপ্রিয় দুটি ভ্যারিয়েন্ট – স্পিড গ্রীন অ্যাপেল এবং স্পিড জিঞ্জার ক্যান ব্যবহার করে রিলস তৈরি করে শেয়ার করতে পারবে।
অংশগ্রহণের নিয়মাবলী সহজ এবং সৃজনশীলতা কেন্দ্রিক। অংশগ্রহণকারীদের অবশ্যই নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে পাবলিক করে রিলস আপলোড করতে হবে। আপলোডের সময় ব্যবহার করতে হবে হ্যাশট্যাগগুলো – #SpeedReelsChallenge2, #SpeedGreenApple, #SpeedGinger। এছাড়াও, স্পিড বাংলাদেশ-এর ফেসবুক পেইজে ক্যাম্পেইন এনাউন্সমেন্ট পোস্টের কমেন্ট বক্সে নিজের রিলসের লিংক শেয়ার করতে হবে।
ক্যাম্পেইনের সময়সীমা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর, রাত ১১:৫৯ পর্যন্ত। একজন অংশগ্রহণকারী একাধিক রিলস আপলোড করতে পারবে, তবে বিজয়ী নির্বাচিত হওয়ার সুযোগ একবারই থাকবে। বিচারকরা রিলসের ক্রিয়েটিভিটি, সর্বাধিক পজেটিভ কমেন্ট এবং রিয়েকশন বিবেচনা করে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।
প্রথম ৫০ জন বিজয়ী পাবেন স্পিডের পক্ষ থেকে আকর্ষণীয় স্মার্টওয়াচ, এবং পরবর্তী ১০০ জন বিজয়ী পাবেন ১ কেইস করে স্পিড জিঞ্জার বা স্পিড গ্রীন অ্যাপেল ক্যান।
স্পিডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা সবসময়ই ভোক্তাদের নতুন অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর। তরুণ গ্রাহকদের সৃষ্টিশীল কাজের স্বীকৃতি দিতে আমরা নিয়ে এসেছি ‘স্পিড রিলস্ চ্যালেঞ্জ-২’। আশা করি এই ক্যাম্পেইন নতুন প্রজন্মের সৃজনশীলতাকে আরও উৎসাহিত করবে।’

