Logo
Logo
×

সারাদেশ

কালিগঙ্গায় ভেসে উঠল অজ্ঞাতনামা যুবকের লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

কালিগঙ্গায় ভেসে উঠল অজ্ঞাতনামা যুবকের লাশ

মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বেঙ্গরই গ্রামে উজানের স্রোতে ভেসে আসা লাশটিকে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে শনাক্তের চেষ্টা চালান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই, সিআইডি এবং র‍্যাবের যৌথ টিম ঘটনাস্থলে আসছেন। তারা এসে লাশের পরিচয় শনাক্তের জন্য কাজ করবেন। এরপর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।  

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম