Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে অপহৃত মাদ্রাসাছাত্রী চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৩

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

ফেনীতে অপহৃত মাদ্রাসাছাত্রী চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৩

ফেনীর সোনাগাজীতে অপহৃত অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে চরসাহাভিকারি গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় বাসার মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।  

জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সোনাগাজীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠে একই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এরশাদ উল্লাহর (১৭) বিরুদ্ধে। অপহরণের চারদিন পর  উপজেলার চরসাহাভিকারি থেকে ভিকটিমকে উদ্ধার করে সোনাগাজী থানা পুলিশ। এসময় অপহরণকারী এরশাদ উল্লাহ, তাকে আশ্রয়দাতা মিজানুর রহমান ও  ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত তিনজনই সোনাগাজীর বাসিন্দা। 

  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এরশাদ উল্লাহ, তার মা ফুলরা বেগম, বাবা সুজা উদ্দিন এবং সহযোগী মিজানুর রহমান ও ইসমাইল হোসেনের নামে সোনাগাজী মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। 

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন,  ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম