Logo
Logo
×

সারাদেশ

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে যুবলীগ নেতা আটক

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে যুবলীগ নেতা আটক

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।

আবু সুফিয়ান শাহীন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন। 

পুলিশ জানায়, যুবলীগের এই নেতা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে শুক্রবার (৩ অক্টোবর) ভোরে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকালে আগের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম