Logo
Logo
×

সারাদেশ

আলফাডাঙ্গায় হামলায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম

আলফাডাঙ্গায় হামলায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার কলেজ রোডের চুয়াল্লিশের মোড় এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০), উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা (৩৩), পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী (৩৫) এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

আলফাডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শাহজালাল আলম বলেন, শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন।

মামলায় বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্জ্বল হোসেনকে মারধরের অভিযোগ করা হয়। মামলায় ছয় জনের নামে ও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

তিনি বলেন, আসামিদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ (৪৪), উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন (৩০) এবং পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. কাইয়ুম সিকদার (৪৫)। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, শনিবার দুপুরে গ্রেফতারদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির একাংশে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। উভয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে শামসুদ্দিন মিয়ার পক্ষে আলফাডাঙ্গায় নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন।

সম্প্রতি বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন নাসিরুলের পক্ষের লোকজন। এ নিয়ে নাসিরুলের পক্ষের বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বনি আমিনের ওপর শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে হামলার ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নাসিরুলের পক্ষের আরেক সমর্থক উপজেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম উজ্জ্বলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তারা আহত হন। এ ঘটনায় রাতেই মামলা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম