Logo
Logo
×

সারাদেশ

বিমান থেকে নেমেই হাসপাতালে, বাড়ি ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

Icon

বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম

বিমান থেকে নেমেই হাসপাতালে, বাড়ি ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫)।

প্রিয় জন্মভূমিতে ফিরেছিলেন চট্টগ্রামের বাঁশখালীর প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫)। কিন্তু দেশে পা রাখতেই শেষ হলো তার জীবনযাত্রা।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) রাতে ওমান থেকে বিমানে দেশে ফেরেন নাজিম উদ্দিন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রবাসী নাজিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত হাছান সিকদারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই হেফাজ উদ্দিন। 

হেফাজ উদ্দিন জানান, আমার বড় ভাই নিয়মিতই দেশে আসা–যাওয়া করতেন। মঙ্গলবার সকালে দেশে আসার কথা জানিয়েছিলেন, কিন্তু কোন ফ্লাইটে এসেছেন তা জানতাম না। এখন আমি আগারগাঁওয়ে ভাইয়ের লাশ গ্রহণের জন্য আছি।

জানা গেছে, প্রবাসী নাজিম উদ্দিন দীর্ঘ দেড় যুগ ধরে ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে তার একটি বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি কাজ করেন। এছাড়া ওমানে তার একটি রেস্টুরেন্টও রয়েছে।

হঠাৎ মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম