Logo
Logo
×

সারাদেশ

পতাকা বৈঠক করে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম

পতাকা বৈঠক করে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ভারতে আটক নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত ১০ টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশে সোপর্দ করা হয়। 

হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভড়ভুড়িয়া গ্রামের মজিবর রহমান মোল্লার ছেলে জিন্টু মোল্লা (৩৩), জিন্টু মোল্লার স্ত্রী রাবেয়া খাতুন (২৭) ও তাদের ছেলে রায়হান (১), একই উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের শরিয়তুল্লাহ ঢালির ছেলে মহব্বত ঢালী (৪৩), মহব্বত ঢালীর স্ত্রী রিজিয়া খাতুন (৩৬), তাদের ছেলে ইয়াসিন ঢালী (১৫), একই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে নুর ইসলাম (৩৫), নুর ইসলামের স্ত্রী মমতাজ পারভীন (২৬), তাদের মেয়ে জিম খাতুন (৭), দাতিনাখালি গ্রামের আমজাদ সরদারের ছেলে ওমর ফারুক (৫১), একই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী রুপা খাতুন (২৯), তাদের মেয়ে জান্নাতি খাতুন (৪), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বয়রা গ্রামের মৃত উকিল সরদারের ছেলে ফারুক সরদার (৪৪), ফারুক সরদারের স্ত্রী রিনা বেগম (৩৯), তাদের তিন মেয়ে সুমাইয়া খাতুন (২২), রুমি খাতুন (১৬) ও মামনি খাতুন (১৪) এবং ছেলে সাকিব সরদার (৭)।  

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরাস্থ বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম এর মধ্যস্থতায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সোয়া ১০ টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কাশেম (৫৬) বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম