বোয়ালখালীতে সেনা অভিযানে মাদক কারবারি আটক
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক।
|
ফলো করুন |
|
|---|---|
বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি জয়নাল (৩৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চরনদ্বীপ এলাকা থেকে বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক জয়নাল উপজেলার পূর্ব চরনদ্বীপ এলাকার ৮নং ওয়ার্ডের খলিল তালুকদার বাড়ির আলী মদনের ছেলে।
এ সময় ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ জানান, স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে ৭৩ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২ হাজার ৫৮২ টাকা ও ১টি চাকুসহ তাকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

-690063ba55a53.jpg)