Logo
Logo
×

সারাদেশ

সাভারে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম

সাভারে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী

ফাইল ছবি

সাভারে এক নারীর ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাভারের রাজাঘাট এলাকার এ ঘটনায় শনিবার (১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।   

ধর্ষণের শিকার ওই নারী পুলিশকে জানান, তিনি সাভারের রাজাঘাট এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। শুক্রবার রাতে তার রুমে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি মো. অম্বর চৌধুরী (২৭), গ্রাম বাসনা, থানা ধামরাই, জেলা ঢাকা ও মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩২), গ্রাম দক্ষিণ রাজাশন, থানা সাভার, জেলা ঢাকা। এর পর তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়।

ভুক্তভোগী নারী প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সম্মতি নিয়ে শনিবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এজহার সূত্রে জানা যায়, সাভার থানাধীন রাজাঘাট মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে শনিবার সাভার মডেল থানায় একটি মামলার রুজু করেন। 

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ধর্ষণের ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। শনিবার রাতেই তাদের আটকের জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম