Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১৫ যাত্রী আহত

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১৫ যাত্রী আহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৫ যাত্রী আহত। ছবি: যুগান্তর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহণের একটি বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহণের বাসটি নাওডোবা এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওই অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম