Logo
Logo
×

সারাদেশ

সাইফুল আলম নিরব

বিএনপি ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:২৯ এএম

বিএনপি ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা-১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নিরব। ছবি: যুগান্তর

বিএনপি ক্ষমতায় এলে দেশের ব্যবসায়ী সমাজের সকল সমস্যা সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নিরব।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মেলার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। এতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাকিস্তান, ভারত, চীনসহ নানা দেশের গৃহস্থালি সামগ্রী, পোশাক, হস্তশিল্প ও মানুষের দৈনন্দিন ব্যবহার্য নানান পণ্য নিয়ে বর্ণিল আয়োজনে মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তসলিম আহসান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রথম সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম রবিন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নিরব বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেশের ব্যবসা-বাণিজ্য পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে উদ্যোক্তা—কেউই স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারেনি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকারের সময়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে দেশের শিল্প-বাণিজ্য কাঠামো ভেঙে ফেলা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছি, তবে যারা এই সময়ে চাঁদাবাজি ও সম্পদ পাচার করেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে—নইলে ব্যবসায়ীরা নিরাপদে কাজ করতে পারবে না, বলেন জানান তিনি। 

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নিরব বলেন, আমি বিশ্বাস করি, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়, তাহলে আমরা ব্যবসায়ীদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেব। 

ব্যবসায়ীদের অন্যতম সমস্যা হিসেবে তিনি অযৌক্তিক করনীতির কথা তুলে ধরে বলেন, অনেক সময় পণ্যের প্রকৃত মূল্যের তুলনায় কর অনেক বেশি ধরা হয়। ক্ষমতায় এলে আমরা ট্যাক্সনীতি সংস্কার করব, যাতে ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, হয়রানি, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতাসহ ব্যবসায়িক বাধাগুলোর স্থায়ী সমাধানে বিএনপি কাজ করবে। বিএনপি সরকার জনগণের সেবার সরকার হবে। ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য, যোগ করেন সাইফুল আলম নিরব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম