Logo
Logo
×

সারাদেশ

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

ছবি: যুগান্তর

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন মতি মিয়া (৬৫) নামে এক বাবা। মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফারুক মিয়াকে (২৭) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতি মিয়া এবং তার মেজো ছেলে ফারুক মিয়া শিবচরে শ্রমিকের কাজ করতেন। তারা চাপাইনবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকার বাসিন্দা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল বলে জানা গেছে। 

অভিযুক্ত ফারুক মিয়া পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন বিকালেই তিনি তার বাবাকে হত্যার পরিকল্পনা করেন। রোববার রাতে বাবা মতি মিয়া ঘুমিয়ে পড়ার পর ফারুক কোদাল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম