Logo
Logo
×

সারাদেশ

‘মানবিক বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডা. শফিকুর’

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম

‘মানবিক বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডা. শফিকুর’

দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম। ছবি: যুগান্তর

লক্ষ্মীপুরে নেতাকর্মীদের নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।  রোববার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারে তিনি এ গণসংযোগ করেন।

রেজাউল করিম বলেন, এবার জনগণ ইনসাফের পক্ষে রায় দেবে। ন্যায়ের পক্ষে রায় দেবে। আগামি দিনে সত্যপন্থীরা সরকার গঠন করবে। আগামি দিনে মানবিক বাংলাদেশের রাষ্ট্রনায়কের নেতৃত্ব দেবেন ডা. শফিকুর রহমান।

তিনি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। 

গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, নারী-পুরুষ ও পথচারীসহ সব শ্রেণি-পেশার জনগণের কাছে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন রেজাউল করিম। এ সময় লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম