Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

Icon

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ময়মনসিংহে আলম এশিয়া পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণ নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মারা যান।  

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম