Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের নাশকতা ঠেকাতে মহাসড়কে ছাত্র-জনতার ঐক্যমঞ্চ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

আ.লীগের নাশকতা ঠেকাতে মহাসড়কে ছাত্র-জনতার ঐক্যমঞ্চ

কুমিল্লায় সড়ক মহাসড়কে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে পাহারায় জুলাই ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। শেখ হাসিনার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ কুমিল্লায় যেন কর্মসূচি পালন করতে না পারে সেজন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বুধবার (১২ নভেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান। 

তিনি বলেন, পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনো সভ্য দেশ একজন খুনিকে আশ্রয় দিতে পারে না। শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় দুই দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, বুধবার বিকাল ৪টা থেকে কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আমাদের ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পেট্রোল টিমের মাধ্যমে পাহারা দেওয়া হবে।

কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের আহ্বায়ক রবিউল হোসেনের সভাপতিত্বে মুখপাত্র সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার আহ্বায়ক গোলাম সামদানী, ছাত্র অধিকারের কুমিল্লা জেলা সভাপতি আজহারুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন প্রমুখ।

এ সময় কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম