বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীদের একটি প্রগতিশীল ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের নাম। এই আন্দোলন মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বৈষম্য, অনিয়ম, কোটা বৈষম্য ও রাজনৈতিক দমননীতি-এর বিরুদ্ধে গড়ে ওঠে। ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে এই আন্দোলনের লক্ষ্য হল—শিক্ষায় সমান সুযোগ, কর্মসংস্থানে মেধার মূল্যায়ন এবং মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।
২০২৪ সালে আন্দোলনটি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে, যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় নিপীড়ন, অনুপাতহীন কোটা ব্যবস্থা, দুর্নীতি ও সহিংস ছাত্ররাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এটি ধীরে ধীরে জুলাই গণঅভ্যুত্থান-এর অংশ হয়ে উঠে এবং সামাজিক পরিবর্তনের দাবিতে এক ঐতিহাসিক অধ্যায় তৈরি করে।
