Logo
Logo
×

সারাদেশ

অভয়নগরে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

Icon

যশোর (অভয়নগর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

অভয়নগরে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

যশোরের অভয়নগর উপজেলার পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে রাত ৯টা ৩০মিনিটে নওয়াপাড়া স্টেশন এলাকায়। দ্বিতীয় ককটেল বিস্ফোরণ ঘটে রাত ১১টা ৩০ মিনিটে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে। তৃতীয় ককটেল বিস্ফোরণ ঘটে রাত ১২টা ৩০মিনিটে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেতুলতলা এলাকায়। 

এ সময় তীব্র শব্দে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে নওয়াপাড়া জিআরপি ফাঁড়ি পুলিশ, অভয়নগর থানা পুলিশ এবং নওয়াপাড়ার নিকটবর্তী রাজঘাট সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।  

অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, পৃথক ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম