প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত ৭
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ ৭ জন আহত। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ ৭ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল মতিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৃত আব্দুল মতিনের স্ত্রী জুলেখা বেগম (৫৫), মেয়ে রেহেনা আক্তার (৩১), শিমু আক্তার (১৫), ছেলে মো. সোহাগ মিয়া (২৯), নাতিন অনিকা আক্তার (১৭), নাতি মো. তামিম (৮),নাতিন জামাই সজিব মিয়া (২২)।
এ সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ঘটনায় আহতদের পক্ষে শাহিনা আক্তার বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আব্দুল মতিনের পরিবারের সাথে পার্শ্ববর্তী সেকান্দর, ইয়াসিন, হেলালদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে উভয়ের পক্ষে মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ ইয়াসিন, হেলাল, ইসমাইল, মারুফ ও তারেকসহ ১৫/২০ জন দলবদ্ধভাবে বাদী শাহিনার পরিবারের সবার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে সবাইকে গুরতর আহত করে ঘরের সামনে মাটিতে ফেলে রেখে চলে যায়। পরে তাদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর আগে অভিযুক্তরা মঙ্গলবার বিকালে একই কায়দায় আহতের ওপর হামলা চালায়।
এ বিষয়ে বাদী শাহিনা জানান, আমাদের বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। বাড়িতে বোনদের নিয়ে মা একাই বাস করে। প্রতিপক্ষরা আমাদের পরিবারের ওপর একবার নয়, বারবার হামলা চালিয়েছে আমাদের হত্যা করে জায়গা দখল করার উদ্দেশ্যে। আমরা ভীষণ অসহায়। আমি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।
অভিযুক্ত কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের মারামারি ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-691ecfaf25d2f.jpg)