Logo
Logo
×

সারাদেশ

সেন্টমার্টিনে ধরা পড়ল ৩২ কেজির পোয়া, দাম কত জানেন?

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

সেন্টমার্টিনে ধরা পড়ল ৩২ কেজির পোয়া, দাম কত জানেন?

৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের এক বিশালকায় পোয়া মাছ। ছবি: যুগান্তর

কক্সবাজারে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের এক বিশালকায় পোয়া মাছ। যা দেখতে স্থানীয়রা সেন্টমার্টিন মাছ বাজারে ভীড় জমাচ্ছেন। মাছটির দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

শনিবার (২২ নভেম্বর) ভোরে এই মাছটি টেকনাফের সেন্টমার্টিনের উত্তর সাগরে গণির জালে ধরা পড়ে।


এলাকাবাসী জানান, সেন্টমার্টিনের গণি নামের এক জেলে প্রতিদিনের মত সাগরে মাছ শিকার করতে দ্বীপের উত্তর সাগরে জাল ফেলে। কিছুক্ষণ পরে জাল টেনে কূলে তুললে মাছটি দেখা যায়। পরে বাজারে এনে ওজন দিয়ে দেখে মাছটি ৩২ কেজি ৮০০ গ্রাম। যার দাম হাঁকাচ্ছেন ৬ লাখ টাকা। 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জেলেরা মাছ শিকারে সরকারে দেওয়া নিষেধাজ্ঞা যথাযথ পালন করায় এর সুফল পাচ্ছে। তবে এ মাছটির বায়ুথলী সার্জিক্যাল কাজে ব্যবহারিক হওয়ায় এর দাম বেশি হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম