Logo
Logo
×

সারাদেশ

স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা খুন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:২২ এএম

স্বামীর হাতে সাত মাসের অন্তঃসত্ত্বা খুন

স্বামীর হাতে সাত মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়েছে। ফাইল ছবি

চাঁদপুরে স্বামীর হাতে সাত মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দিনের বেলায় হাইমচরে মেঘনা নদীর পশ্চিমে নীল কমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাড়ী কান্দিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কাকলি বেগম।

এক ভিডিও সাক্ষাৎকারে স্বামী বলেন, আমার বউয়ের গর্ভে যে সাত মাসের বাচ্চা রয়েছে সেটা আমার নয়, সে বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।আমি সাংসারিকভাবে তাকে নিয়ে অশান্তিতে ছিলাম।আমার অগোচরে সে বিভিন্ন পরপুরুষের সঙ্গে মেলামেশা করতো। আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত পা বেঁধে হত্যা করি।

ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এস আই কবিরসহ সঙ্গীয় ফোর্স ধান খেত থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে গ্রেফতার করে। 

নীলকমলের চেয়ারম্যান মনির শিকদার জানান, খুনের খবর শুনে আমি ঈশান বালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহিরুলকে গ্রেফতার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম