ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে গেছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মদন উপজেলার মহিউদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন মদন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী।
এ অগ্নিকাণ্ডে মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটের প্রায় ১৭টি দোকানে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মদন ফায়ার সার্ভিস স্টেশন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী কার্যক্রম শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে নিজ নিজ বাসায় চলে যান ব্যবসায়ীরা।
বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন মার্কেটের পশ্চিম গলির মা অর্ণালী বস্ত্র বিতানে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে পাশের দোকানের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টা দেড়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী জানান, মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকানের ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মালামাল উদ্ধার হয়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা ও নগদ ৩৬ লাখ ৪০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

