Logo
Logo
×

সারাদেশ

বরিশাল-৩

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন জয়নুল আবদীন

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন জয়নুল আবদীন

বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদীন। ছবি: যুগান্তর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ- মুলাদী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘোষণার মধ্য দিয়ে বরিশাল-৩ আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটল।

এর আগে দলের মহাসচিব ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসন ঘোষণা করা হলেও বরিশাল-৩ আসনটি শূন্য রাখা হয়।

বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট জয়নুল আবদীন সাংবাদিকদের বলেন, অনুন্নত বাবুগঞ্জ -মুলাদীকে বরিশালের একটি আধুনিক উন্নয়ন এলাকায় রুপন্তর করা হবে।বাবুগঞ্জ মুলাদী সংযোগ সেতু নির্মিত হলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে।এ অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই, যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়।

উচ্ছ্বাস প্রকাশ করে উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল আমিন বলেন, সৃষ্টিকর্তা যেন অ্যাডভোকেট জয়নুল আবদীনের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। তবে যাই হোক, মান-অভিমান ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। 

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, এ ঘোষণা আমাদের কাছে সবচেয়ে প্রত্যাশিত ছিল। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে সর্বশক্তি নিয়ে নামব। অ্যাডভোকেট জয়নুল আবদীন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যুক্ত। তার নাম ঘোষণায় নেতাকর্মীরা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, সংগঠনে সেই আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসছে।

বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবদীনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম