Logo
Logo
×

সারাদেশ

পাহাড় কাটতে বাধা দেওয়ায় হামলা, আহত ৪ বন কর্মকর্তা

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

পাহাড় কাটতে বাধা দেওয়ায় হামলা, আহত ৪ বন কর্মকর্তা

ফাইল ছবি

মীরসরাই উপজেলার করেরহাট এলাকায় অবৈধভাবে পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন বিভাগের চার কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে আহত করেছে অপরাধীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল পাহাড়ে শ্যালোমেশিন বসিয়ে পাহাড় কাটার সময় অভিযান চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— করেরহাট বিট কাম-চেকস্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, বন প্রহরী মো. এনামুল হক চৌধুরী, সহকারী মো. রুহুল আমিন ও শাহ আলম। তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান বলেন, রাতে খবর পাই সাইবেনিখিল এলাকায় শ্যালোমেশিন বসিয়ে পাহাড় কাটা হচ্ছে। এরপর আমাদের চার সহকর্মী অভিযান চালাতে যান। সেখানে গিয়ে দেখেন মাসুদ কালা নামের এক ব্যক্তির নেতৃত্বে পাহাড় কেটে বালি নেওয়া হচ্ছে। বনকর্মীরা বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। 

তিনি জানান, ঘটনাটি নিয়ে জোরারগঞ্জ থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (করেরহাট ও নারায়ণহাট) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বনকর্মীরা অভিযানে গেলে বনখেকোরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে চারজন আহত হন। সরকারি কর্মকর্তাদের ওপর হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। বন আইনে মামলা করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, করেরহাটে বন কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অধিকার কারো নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম