Logo
Logo
×

সারাদেশ

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস উল্টে পর্যটক আহত

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস উল্টে পর্যটক আহত

ফাইল ছবি

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পর্যটক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গুডাবাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. আনিছুর রহমান (৩৩) ও মো. এনায়েত হোসেন (৩৫)। দুজনের বাড়ি যশোর জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকবাহী মাইক্রোবাসটির গতি বেশি থাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে মাইক্রোবাসে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।

দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম