প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল পৌণে ১১টায় চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা বেগম (২০) শানখলা লাদিয়া গ্রামের নুর আলীর স্ত্রী।
এদিকে সদর আধুনিক হাসপাতাল থেকে স্বামী নুর আলীকে পুলিশ গ্রেফতার করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দীন শাহীন ঘটনা নিশ্চিত করে জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শানখলা লাদিয়া গ্রামের বাসিন্দা নুর আলী পরিবার নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া চলছিল। রোববার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুর আলী ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে নুর আলী নিজেই উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

