Logo
Logo
×

সারাদেশ

পঞ্চগড়ে টানা শীতের দাপট, স্থবির জনজীবন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

পঞ্চগড়ে টানা শীতের দাপট, স্থবির জনজীবন

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা কমছে না।

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা কমছে না। টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার ফলে জেলার জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় কাজে বের হতে পারছেন না দিনমজুররা। পাশাপাশি হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। যদিও ঘন কুয়াশা ছিল না, তবে শীতের অনুভূতি ছিল তীব্র। 

আগের দুই দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় আজ তাপমাত্রা আরও কমায় শীত বেশি অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন অবস্থা দেখা দেওয়ায় সামনে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম