পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির কাতল, দাম কত জানেন?
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা-যমুনার মোহনায় জেলে মনি হালদারের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাছটি জেলে মনি হালদারের কাছ থেকে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, আজ সকালের দিকে আমার আড়তে জেলে মনি হালদার বিশাল আকারের কাতলটি নিয়ে আসলে আমি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ২২ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছি।
তিনি আরও বলেন, এ মৌসুমে ৩৫ কেজির ওজনের কাতল মাছ হাতে গোনা দুয়েকটি ধরা পড়ে। এতো বড় মাছ কিনে আমি অনেক খুশি। কাতল মাছটি বিক্রির জন্য দরদাম ঠিক হচ্ছে, ভালো ক্রেতা পেলে মাছটি বিক্রি করে দেবো।

