Logo
Logo
×

সারাদেশ

ভুট্টা খেতে মিলল যুবকের গলাকাটা লাশ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম

ভুট্টা খেতে মিলল যুবকের গলাকাটা লাশ

প্রতীকী ছবি।

কুমিল্লায় ভুট্টা খেতে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় হোমনা উপজেলার কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেত থেকে হোমনা থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

ঘটনাটি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী।

তিনি বলেন, সকাল আনুমানিক ৯টায় স্থানীয়দের মাধ্যমে খবর পাই কারারকান্দি সংলগ্ন ভুট্টা খেতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে আছে। এমন খবরের ভিত্তিতে আমি তাৎক্ষণিক সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা স্থলে এসেছি।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যাবো। তবে এখন পর্যন্ত কেউ লাশ শনাক্ত করতে পারেনি। আমরাও চেষ্টা করছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতেছি কেউ চিনে কি না।সনাক্ত হলে পরে বিস্তারিত বলতে পারব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম