মাছ কিনে বাড়ি ফেরা হলো না রোমানের
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
কাভার্ড ভ্যানের চাপায় নিহত মোহাম্মদ রোমান (২০)।
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরে ফজরের নামাজ পড়ে মাছ কেনার জন্য স্থানীয় মাছের বাজারে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাপ্পি (১৮) ও সোহাগ (১৭) নামে আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান পৌর এলাকার চরকুমিরা গ্রামের জসিম জমাদারের ছেলে।
দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) জব্দ করে।
পরে থানা পুলিশ কাভার্ড ভ্যান জব্দসহ গাড়ির চালক ও সহযোগী দুই সহোদর ইমরান (২৬) ও মো. ইকরামকে (২৩) গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক গাড়িটি জব্দ ও চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

