Logo
Logo
×

সারাদেশ

মাছ কিনে বাড়ি ফেরা হলো না রোমানের

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

মাছ কিনে বাড়ি ফেরা হলো না রোমানের

কাভার্ড ভ্যানের চাপায় নিহত মোহাম্মদ রোমান (২০)।

চাঁদপুরে ফজরের নামাজ পড়ে মাছ কেনার জন্য স্থানীয় মাছের বাজারে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাপ্পি (১৮) ও সোহাগ (১৭) নামে আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পৌর এলাকার চরকুমিরা গ্রামের জসিম জমাদারের ছেলে।

দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) জব্দ করে। 

পরে থানা পুলিশ কাভার্ড ভ্যান জব্দসহ গাড়ির চালক ও সহযোগী দুই সহোদর ইমরান (২৬) ও মো. ইকরামকে (২৩) গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক গাড়িটি জব্দ ও চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম