অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায় জানাল এলাকাবাসী
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
নলকূপের গর্তে পড়ে বেঁচে না ফেরা শিশু সাজিদের (২) দাফন সম্পন্ন হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে বেঁচে না ফেরা শিশু সাজিদের (২) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির পাশে সাজিদের জানাজা অনুষ্ঠিত হয়।
এতে এলাকার হাজারো মানুষ অংশ নেন। জানাজা পড়ান স্থানীয় মাওলানা কাজী মিজানুর রহমান। এ সময় তিনিসহ অনেকেই বক্তব্য দেন। তারা অবহেলাজনিত এ ধরনের মৃত্যু যেন আর না হয়, সে জন্য সবাইকে সাবধান হতে পরামর্শ দেন।
জানাজায় রাকিবুল ইসলাম ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, দুই দিন ধরে সবাই দোয়া করেছেন। আবারও দোয়া চাই।
জানাজার আগে তিনি সাংবাদিকদের বলেন, অন্যের অবহেলার জন্য ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।
উল্লেখ্য, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোয়েলহাট গ্রামের শিশু সাজিদ গভীর গর্তে পড়ে যায়। ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরবর্তীতে তানোর সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

