প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে শীত লাঘবে রাতে বিছানায় মাটির তৈরি পাত্রে রেখেছিলেন কয়লার আগুন। সেই কয়লা থেকে আগুন লেগে বিছানাতেই পুড়ে ছাই হয়েছেন হতভাগী এক বৃদ্ধা।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে।
পালং থানার ওসি শাহ আলম সকাল সাড়ে ৯টায় মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের নাম কামরুন নাহার (৮০)। তিনি রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তার একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি নিজ ঘরে একাই থাকতেন।
ওসি শাহ আলম বলেন, আগুনের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে নিয়ে পৌঁছাই। তবে এর আগেই এলাকাবাসী আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বিছানার ওপর ওই নারীর পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশটি পড়ে আছে।
তিনি বলেন, আমরা পোড়া লাশের পাশে একটি মাটির তৈরি পাত্র পেয়েছি। মূলত শীত লাঘবের জন্য তিনি ওই মাটির পাত্রে জ্বলন্ত কয়লা রেখেছিলেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত ওই পাত্র থেকে আগুনের কয়লা বিছানায় পড়ে গিয়ে আগুনের ঘটনা ঘটেছে। লাশ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ তার মেয়ের কাছে হস্তান্তর করা হবে।

